এবারের পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে সাংবাদিক কন্যা জয়নাব। সে সব ক’টি বিষয়ে এ প্লাস অর্জন করে।
এছাড়া এবারের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতী শাখায় মেধা তালিকায় ৩৪ তম স্থান অর্জন করে।
জয়নাব এই সফলতার জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতাসহ সকল শিক্ষকমন্ডলী ও তার বাবা মায়ের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যৎ জীবনে আরও ফলাফল অর্জনসহ সুন্দরভাবে মানুষ হতে পারে সবার কাছে এ দোয়া কামনা করেছে।
জয়নাব শহরের মমিনপাড়া বাসিন্দা প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ ও গৃহিনী জাহানারা বেগমের বড় মেয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত প্রকৌশলী মরহুম মোহাম্মদ আলীর নাতনী।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৩ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur