হাজীগঞ্জ

‘প্রাথমিকে ভালো ফলাফলে পুরস্কৃত, খারাপে তিরস্কৃত করা হবে’

প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় হাজীগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার পঞ্চাশ ভাগে উন্নীত করার নির্দেশনা দিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দস সবুর মন্ডল জানিয়েছেন পঞ্চাশ ভাগ জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি সবচেয়ে ভালো ফলাফল করবে তাদের মধ্যে সেরা দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও খারাপ ফলাফরে তিরস্কৃত করা হবে।

‘অতীতকে জ্নাবো, আগামিকে গড়বো’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাদুঘরে হাজীগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় পঞ্চাশ ভাগ জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি সবচেয়ে ভালো ফলাফল করবে তাদের মধ্যে সেরা দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এছাড়াও ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফলাফল খারাপ হলে ৫টি প্রতিষ্ঠানকে তিরস্কৃত করা হবে। কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো শতভাগ জিপিএ-৫ পাওয়ার লক্ষ্য নিয়ে শিক্ষা দেয়ার প্রতিষ্ঠানকে অনুকরণ করা উচিত। আমার বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় দক্ষতা ও ইচ্ছা থাকলেই টার্গেট বাস্তবায়ন সম্ভব।’

শিক্ষার মনোন্নয়ন বিষয়ে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজন ছাত্রের মেধা বিকাশে উচ্চ বিদ্যালয় অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যতোটা না অসম্ভব, তার চেয়ে বেশি সম্ভব প্রাথমিক বিদ্যালয়গুলোতে। কারণ, একজন শিক্ষার্থী তার মেধাকে বিকশিত করার জন্য প্রাথমিক পর্যায়ে আপনাদেরকেই পেয়ে থাকে। তবে এ মুহূর্তে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে বি-গ্রেড থেকে এ-প্লাস পাওয়ানো সম্ভব নয়। কিন্তু, তাকে এ-মাইনাস বা এ-গ্রেড পাওয়ানো সম্ভব। সেভাবে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। প্রয়োজনে কোচিংয়ের ব্যবস্থা করে ভালো ফলাফলের করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা সমাজে দেখতে পাবেন বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণির ছেলেমেয়েরাই বেশি চাকুরীজীবী। বিত্তশালী পরিবারগুলো চাকরির প্রতি আগ্রহ কম থাকে। এক সময় মধ্যবিত্ত শ্রেণির ছেলেমেয়েরা টাকার অভাবে পড়াশোনা করতে পারতো না। বর্তমানে তারাই বেশি চাকরিজীবী।’

জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়ে তিনি বলেন, যারা জঙ্গির সাথে জড়িত তারা প্রকৃত অর্থে ইসলামের জিহাদ সম্পর্কে ধারণা নেই। তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তারা ইসলামকে পুঁজি করে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব স্বচ্ছ ধারণা দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে এরা ইসলামের বিপক্ষে কাজ করছে। আমার সাথে কেউ একমত না হলে কোরআন-হাদীস সম্পর্কে জানতে কোন বাধা নেই। কোরআন-হাদীসের কোথাও মানুষ মেরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা আছে বলে আমার জানা নাই।’

মাসিক সমন্বয় সভার সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মুর্শিদুল ইসলাম। হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) একেএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক তপদার। হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কমকর্তা মো. আক্তার হোসেন, মোসা. নাছরিন আক্তারসহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা সভায় উপস্থিত ছিলেন।

ক্যাপশন নিউজঃ হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর জানাজায় উপস্থিত পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনসহ উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
Share