প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্থগিত করা বৃত্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে তাতে নানা অসংগতি থাকায় স্থগিত করা হয়।

বুধবার (১ মার্চ) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে ফলাফল স্থগিত করা হয়। এই স্থগিত ফলাফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।

ফলাফল প্রকাশের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ফল পুনঃযাচাইয়ের কাজ শেষ করা হয়েছে। আজ বুধবার শিক্ষামন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠকে সমস্ত তথ্য যাচাই শেষে রাত ১০টায় ফল প্রকাশের সিদ্ধান্ত পাওয়া যায়।

টাইমস ডেস্ক/ মার্চ ২, ২০২৩

Share