Home / শিক্ষাঙ্গন / প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু
প্রাথমিক

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জটিলতার অবসান হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম শুরু হয়।

সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অফিস আদেশ জারি করে।

পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে আগামী ৮ আগস্ট লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে যোগদান করতে হবে। কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল হবে।

যোগদান পরবর্তী ২ কার্য দিবসের মধ্যে যোগদান করা শিক্ষকদের পদায়ন করা হবে। এ ক্ষেত্রে চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

৪ আগস্ট ২০২৩
এজি