পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ স্লোগানে কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
৫ জুন শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালেরর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জামসেদ আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur