সারাদেশ

প্রাচীন ঐতিহ্য পালকিতে চড়ে দম্পতির বিয়ে

‎Monday, ‎May ‎04, ‎2015  05: 15 PM

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট:

মাইক্রোবাস, প্রাইভেট কিংবা হেলিকপ্টারে নয় এবার বাংলার ঐহিত্যবাহি পালকিতে চড়ে সোনিয়া ও রোমেলের বিয়ে অনুষ্ঠিত হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে মহা ধুমধামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পালকিতে চড়ে বিয়ে হচ্ছে এ খবর শুনে, বিষয়টি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করে রাস্তায়।

রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষে পড়–য়া সোনিয়া আক্তার মোবারকগঞ্জ চিনিকলের উপ ব্যবস্থাপক (ভান্ডার) বিশ্বাস আব্দুর রাজ্জাকের মেয়ে এবং বর ডা: মেহেদী হাসান রোমেল অর্থপেডিক চিকিৎসক কুষ্টিয়ার আব্দুস সালামের ছেলে।
সোনিয়ার বাবা আব্দুর রাজ্জাক জানান, ‘মেয়ের ছোট বেলা থেকেই শখ পালকিতে চড়ে বিয়ে সম্পন্ন করবে। তার শখ পুরণ করতেই এই আয়োজন।’

তিনি আরো জানান, ‘এখন আর পালকি তেমন চোখে পড়ে না। ঝিনাইদহের শৈলকুপার কচুয়া এলাকা থেকে পালকি ভাড়া করে আনা হয়। ৬জন বেয়ারাসহ ১০ হাজার টাকায় পালকি ভাড়া নেন ।

চাঁদপুর টাইমস/ডিএইচ/জেআরটি/২০১৫

Share