চাঁদপুর সদর মডেল থানার পুলিশের হাতে ২৬ হাজার টাকার জালনোটসহ রিপন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার থেকে তাকে আটক করা হয়।
সে চাঁদপুর হাইমচর উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের মাল বাড়ির অহিদ গাজীর পুত্র।
চাঁদপুর মডেল থানার এস আই রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘শনিবার বিকেলে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে কিলো ২ এ ডিউটি করার সময় বেতার বার্তার মাধ্যমে জানতে পারি চান্দ্রা বাজারে লোকজন রিপন নামের এই যুবককে জাল টাকার নোটসহ আটক করে রাখেন। সংবাদ পেয়ে আমি চান্দ্রা বাজারের আ. মতিন মিয়ার মুদি দোকানের সামনে থেকে জনতার হাত থেকে আটক করে থানায় নিয়ে আসি। ’
আটক যুবকের প্যান্টের পকেট থেকে ১ হাজার টাকার ২৬ টি জাল নোট পাওয়া যায়। তার মধ্যে (ক জ ৬৬৩৪৭৬২) ৮টি, (ক ক ৬৬৩৪৭৬২) ৭টি, (ক স ৬৬৩৪৭৬২) ৯টি, (ক ক ৩৫০৬৭৬৬) ১টি, (ট ক ৮৪৬৩৪০২) নম্বরের ১টি জাল নোট পাওয়া যায়।
রিপন জানায়, ‘টাকাগুলি সে পুরাণ বাজার পাল পাড়া নন্দীর বাড়ি আবুল পাটওয়ারীর ছেলে শরীফ তাকে ভাঙ্গানোর জন্য দিয়েছে। এর বিনিময়ে তাকে প্রতি হাজারে ৩শ টাকা করে দেয়ার কথা ছিলো।’
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ