বাবুরহাট-পেন্নাই সড়কে প্রাইভেটকারের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন
চাঁদপুরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজার এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আরসিসি খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁদপুরে মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার কারণে ৫ নম্বর ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া খুঁটি দ্রুত অপসারণের কাজ চলছে। আশা করছি, দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে।
স্টাফ করেসপন্ডেট/ ২১ সেপ্টেম্বর ২০২৫