গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
১ মার্চ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- ফরিদ শেখ, শাহীন শেখ, মাসুদ শেখ, খোকন শেখ, মান্নান শেখ। এর সবাই একে অপরের বন্ধু। এদের সবার বাড়ি নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে। তারা সবাই ঢাকায় ফ্যাশন প্রিন্ট কারখানার মালিক।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, কুয়াকাটা থেকে প্রাইভেটকার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় প্রাইভেটকারটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে একটি গাছের সাথে সাজোরে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে ফেলে দেয় গাড়িটি।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অপর দুইজন আহত হন। এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে গেলে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে।
মারাত্মক আহত দু্ইজনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অপর দুইজন মারা যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা কক্ষ,২ মার্চ ২০২০