চলতি বছরের ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে এই বছরের শেষ নাগাদ, মানে চলতি বছরের ডিসেম্বরে…। যদি আরেকটু সংস্কারের সুযোগ দেয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমাদেরকে আর্লিয়েস্ট ডেট ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তনীয়। ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটিই প্রস্তুতি।’ সূত্র : বিবিসি
চাঁদপুর টাইমস
১১ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur