চাঁদপুর আল-আমিন হাসপাতাল (প্রাঃ) লিঃ এ ভুল চিকিৎসায় রাহিমা বেগম (২২) নামের প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রায় আট ঘন্টাপর সাড়ে ৩ লাখ টাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিহতের স্বজনদের রফাদফা সম্পন্ন হয়।
৮ অক্টোবর শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিহতের স্বজনদের বৈঠক শেষে সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ হয়। পরে রাত ১১টায় নিহতের লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত- চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নাম প্রকাশে অনিশ্চুক বৈঠকে থাকা একজন জানায়, রফদফার বৈঠক চলাকালে চাঁদপুর আল-আমিন হাসপাতাল (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান শুক্কুর মোস্তান, পরিচালক মোস্তফা কামাল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, ইউপি সদস্য কাদির, পুলিশসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। রফাদফা চলাকালে প্রসূতির শ্বশুড় ছেলের বউ শোকে চেয়ার থেকে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।

নিহতের স্বজনরা প্রথমে ১০ লাখ টাকা দাবি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের দোষ নেই বলে সর্বোচ্চ ১ লাখ টাকা দিতে রাজি হয়। পরে উভয় পক্ষের দরকষাকষিতে সাড়ে ৩ লক্ষ টাকায় সমাঝোতা হয়। নিহতের স্বজনদের নগদ কিছু টাকা দিয়ে বাকি টাকা চেকের মাধ্যমে পরিশোধ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এর পূর্বে একাধিকবার বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতি মৃত্যুতে ডাঃ শামসুন্নাহার তানিয়ার নাম রয়েছে।
রফাদফার কারণে নিহতের স্বজনরা আইনী ব্যবস্থা না নেওয়ায় প্রতিবার এই ধরণের চিকিৎসকরা পার পেয়ে যাচ্ছেন বলে জানান বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসা লোকজন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur