শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করছি। এরপরও কেউ যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করে,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, গত এসএসসি পরীক্ষায় আমরা দেখেছিলাম,একটি অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করা হয়েছিল। এবার ফাঁস করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।
রোববার (৬ নভেম্বর) সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,‘এবার আমরা চেষ্টা করেছিলাম জুলাই-আগস্টে পরীক্ষা নিয়ে আসতে। কিন্তু দেশের একটি অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা নিতে দেরি হয়ে গেল। এর পরের বছর আরও এগিয়ে নেয়ার চেষ্টা করবো।’
ভবিষ্যতে যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে সেই বোর্ডের পরীক্ষা সাময়িক বন্ধ রেখে অন্য বোর্ডের পরীক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন দীপু মনি।
পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন,‘ সন্তানকে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা কেন্দ্র ত্যাগ করেন। তাহলে কোনো পরীক্ষার্থীর কেন্দ্রে আসতে সমস্যা হবে না।’
৬ নভেম্বর ২০২২
এজি