Home / চাঁদপুর / চাঁদপুরে প্রিজাইডিং-পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
election

চাঁদপুরে প্রিজাইডিং-পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

চাঁদপুরে ৫ উপজেলার ইউপি নির্বাচনের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ হয়েছে। কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং, প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার নিয়োগ করবে নির্বাচন কমিশন চাঁদপুর।

১৪ ডিসেম্বের সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলায় কেন্দ্র ১০৯ টি ও কক্ষ ৬২৩টি। ফলে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১,২৪৬ জন পোলিং অফিসারগণকে ১ দিনের প্রশিক্ষণ দেয়া হবে। ১৫ ডিসেম্বর চলবে। হাজীগঞ্জের রাজারগাঁও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

শাহরাস্তি উপজেলায় কেন্দ্র ৯১টি ও কক্ষ ৪৪০টি। ফলে ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৪০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৮০ জন পোলিং অফিসারগকে প্রশিক্ষণ দেয়া হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।

শাহরাস্তির রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের দুটো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

ফরিদগঞ্জ উপজেলায় কেন্দ্র ১১২ টি ও কক্ষ ৭৭২ টি। ফলে ১১২ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১,৫৪৪ জন পোলিং অফিসারগকে প্রশিক্ষণ দেয়া হবে ২৯ ও ৩০ ডিসেম্বর ।

কচুয়া উপজেলায় কেন্দ্র ১৩০টি ও কক্ষ ৪৪৭টি। ফলে ১৩০ জন প্রিজাইডিং অফিসার, ৪৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৯৪ জন পোলিং অফিসারগকে প্রশিক্ষণ দেয়া হবে ১ ও ২ ডিসেম্বর ।

হাইমচর উপজেলায় কেন্দ্র ৪২টি ও কক্ষ ২১৩ টি। ফলে ৪২ জন প্রিজাইডিং অফিসার, ২১৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪২৬ জন পোলিং অফিসারগকে প্রশিক্ষণ দেয়া হবে ১ ও ২ ডিসেম্বর ।

স্ব স্ব উপজেলা মিলনায়তনে বা সুবিধাজনক ভেনুতে এ প্রশিক্ষন হবে বলে জানানো হয়েছে।

আবদুল গনি,
১৪ ডিসেম্বর ২০২১