এনআইএলজি’র উদ্যোগে চাঁদপুরে পৌরসভার কাউন্সিলরদের নিয়ে ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ বিষয়ক প্রশিক্ষণর উদ্বোধন হয়েছে।
১৯ জুন শনিবার সকালো চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন (ভার্চুয়ালি) জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এতে প্রথম পর্যায়ে মতলব দক্ষিণ, কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরগণ অংশগ্রহণ করছেন।
চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন, এনআইএলজি এর ডেপুটি ডাইরেক্টর ড. আলমগীর কবির।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জনপ্রতিনিধিদের নির্ধারিত দায়িত্বের বাইরেও অনেক দায়িত্ব রয়েছে। তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারেন। আপনারা এই দায়িত্ব ঠিকমত পালন না করলে ওই এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ হবে।
তিনি বলেন, একটি কুচক্রি মহল সবসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা ভালো ভূমিকা রাখতে পারেন।কারণ সরকারের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও জনপ্রতিনিধির।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, চাঁদপুর ইএএলজি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূরউদ্দিন মামুন ও ভারপ্রাপ্ত প্রোগ্রামার হারুনুর রশিদ প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ২১-২২ জুন ২য় পর্যায়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৯ জুন ২০২১