জাতীয়

প্রশিক্ষণপ্রাপ্ত ৭ হাজারের অধিক যুব ৩০ কোটি টাকা ঋণ পাচ্ছেন

জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের জন্য যুব ঋণের চেক প্রদান করা হচ্ছে।

এ ঋণ প্রদান কর্মসূচির আওতায় সারাদেশে ৭৮৮৬ যুবকে প্রায় ৩০ কোটি টাকা ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

আজ (সোমববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এদিকে অধিদফতরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।

সভায় যুব উন্নয়ন অধিদফতরের সকল পর্যায়ের কমকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:৫০ পিএম, ১৫ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share