প্রশাসন সবসময় মাদকবিরোধী এমন উদ্যোগে পাশে থাকবে: ডিসি
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানে চাঁদপুর ক্লাবে উদ্বোধন হলো মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর এর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সবসময় মাদকবিরোধী এমন উদ্যোগের পাশে থাকবে।
তিনি আরো বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সবাইকে একযোগে কাজ করতে হবে।
ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর এর সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় দ্বৈত মোট ৮টি দল অংশ নেয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২১ ডিসেম্বর ২০২৫