Home / চাঁদপুর / ‘প্রশাসন কোনোপ্রকার অনৈতিক কর্মকাণ্ডকে সহযোগিতা করবে না’
প্রশাসন কোনোপ্রকার অনৈতিক কর্মকাণ্ডকে সহযোগিতা করবে না

‘প্রশাসন কোনোপ্রকার অনৈতিক কর্মকাণ্ডকে সহযোগিতা করবে না’

শরীফুল ইসলাম, চাঁদপুর :     আপডেট : ০১:৫৬ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এ সময় তিনি বলেন, ‘চাঁদপুরের মানুষ শান্তিপ্রিয়। তাই আমি বিশ্বাস করি এ জেলার মানুষ পুলিশের শতভাগ সহযোগিতা পাবে।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে কোনোপ্রকার অনৈতিক কর্মকান্ডকে সহযোগিতা করবে না। তবে এ ক্ষেত্রে জেলাবাসীর সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। সাধারণ মানুষ যদি আমাদের সহযোগিতা করে, তবেই আমরা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা দিতে পারবো।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি বলেন, ‘আমি চাঁদপুরে যোগদান করেই বলেছিলাম, এ জেলায় মাদক, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবো। তাই আমি সেই টার্গেট নিয়েই এগিয়ে চলছি। সেজন্য দরকার আপনাদের সার্বিক সহযোগিতা।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চোধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনোয়ারুল হক। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : এসআই/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি