‘মিজ আয়ারল্যান্ড’, ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাবপ্রাপ্ত অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি আবারও বলিউড ছবির অফার ফিরিয়ে দিয়েছেন। এর আগে ইমরান হাসমির সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছিলেন তিনি। চুম্বন দৃশ্যে অভিনয় ও প্রডিউসারের কু-প্রস্তাবের কারণে ফিরিয়ে দিয়েছিলেন ছবিটি।
এরই মধ্যে বলিউডের ‘না জি না’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়তির। যাতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রা। প্রযোজকের কু-প্রস্তাবের কারণে এই ছবিটির অফারও ফিরিয়ে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘নাহ। অফার পেয়েও ছবিটি করতে পারছি না। আফসোস আবারও সেই নোংরা অফার দেওয়া হয়েছে আমাকে। প্রডিউসার ভদ্রলোককে আমি অনেক দিন ধরেই চিনি। তার প্রযোজিত এক থা টাইগার ছবিটি বেশ আলোচিত। আরও অনেক ছবির প্রযোজক তিনি।’
প্রিয়তি আরও বলেন, ‘প্রযোজক পরিচিত ছিল বলেই আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আসলে তাকে সম্মান করেই ভুল করেছি।’
ছবির অফার ফিরিয়ে দিয়ে আক্ষেপ করে প্রিয়তি বলেন, ‘আমরা বাঁধা দিলে অথবা অসম্মতি জানালে এগুলো এত বাড়ত না, এত নোংরা হতো না। আমাকে পায়নি ঠিকই কিন্তু আরেকজনকে ঠিকই পেয়ে যাবে।’
||আপডেট: ০৩:৪০ অপরাহ্ন, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur