চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেছেন, আমার যদি কখনো সরকারের অংশ হওয়ার সুযোগ হয় তবে, জেলখানায় নারী কয়েদিদের কারাযাপন কিছুটা উন্নতি করার চেষ্টা করব। দোষী কিংবা নির্দোষ, যেকোনো নারী কারাবাসীর জীবন যাপন কিছুটা উন্নতি করা প্রয়োজন।
শনিবার (১৭ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় এবং একটি ম্যাগাজিন পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি রাশেদা বেগম হীরা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনৈতিক মামলায় আমি কারাযাপন করেছি। সেই অভিজ্ঞতায় আমি দেখেছি, কারাগারে নারীরা অসহনীয় জীবন যাপন করেন। আমি কখনোই চাইনা নারী কিংবা কোন পুরুষ কারাগার যাক। তবুও দোষী কিংবা নির্দোষ হয়ে নারী পুরুষ উভয়কেই জেলখানা যেতে হয়। আমি মনে করি নারী কারাবাসীদের জীবন যাপন কিছুটা উন্নতি করা প্রয়োজন। রাজনীতির মানুষ হিসেবে যদি কখনো আমার সরকারের অংশ হওয়ার সুযোগ হয় তবে এই বিষয়টি আমি উন্নতি করার চেষ্টা করব।
সাবেক এই সাংসদ বলেন, বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো জনগোষ্ঠীর তুলনায় কর্মসংস্থানের অভাব। প্রয়োজনীয় কর্মসংস্থান না থাকায় আমাদের দেশের তরুণরা মেধাকে কাজে লাগাতে পারছে না। এজন্য তোমারা নিজেদের শিক্ষিত করে তোলার পাশাপাশি যোগ্য করে তোলা খুব জরুরি। কারণ নিজেকে যোগ্য করে না তুললে তোমার একাডেমীক শিক্ষাও কাজে আসবেনা। জীবনে সফল হতে হলে ধৈর্যসহ লেগে থাকতে হয়। স্বপ্ন দেখতে হবে বড় করে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। মাদক এবং যেকোনো অপরাধ থেকে দূরে থাকবে।’
তিনি একজন মনীষীর উদ্ধৃতি দিয়ে বলেন, জীবনে কিছু করতে হলে ছাত্র অবস্থায় সঞ্চয় করা শিখতে হবে। এক্ষেত্রে টিউশনি করে অথবা বাবার কাজে সহযোগিতা করে নিজেকে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তুলতে হবে। ২০ বছর বয়স থেকে তুমি যদি সঞ্চয় এবং পরিশ্রম করতে শিখো তবে ৩০ বছর বয়সে গিয়ে তার সাফল্য পাবে। তখন তোমাকে চাকরির পেছনে ছুড়তে হবে না বরং তুমি অন্যকে চাকরি দিতে পারবে।
চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। প্রধান আলোচক ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. এমএ হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আবুল হান্নান রণি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডা. এএমএম আনিসুর রহমান আউয়াল, মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব ডা. মো. সলিম উল্যাহ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য মোঃ. শফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুল হাকিম মিয়াজী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ. নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur