‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়ে চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের প্রয়াত সদস্য সচিব জননেতা বিএম নুরুজ্জামান -এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রয়াত বিএম নুরুজ্জামান -এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
নাগরিক ঐক্য চাঁদপুর জেলার শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রোটারিয়ান মাসুদ হাসানের পরিচালনায় জননেতা বিএম নুরুজ্জামান -এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তার রাজনীতিক সহযোদ্ধা মিয়া মোঃ আব্দুর রহিম, হাসনা হেনা, মমতাজ উদ্দিন মন্টু গাজী ও নাজমা আক্তার।
শোক সভায় বক্তারা বলেন, জননেতা বিএম নুরুজ্জামান ছিলেন একজন আপসহীন, নীতিবান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি নেতা। তিনি আজীবন মানুষের অধিকার, সুশাসন ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, রাজনীতি দিনে দিনে ক্ষমতা আর অর্থলোভী মানুষদের হাতে চলে যাচ্ছে। এজন্য তরুণ সমাজ এবং সমাজ সচেতনরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বর্তমান সময়ে সন্ত্রাস ও ক্ষমতার প্রভাবমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। কারণ মানুষ যদি তার নেতা নির্বাচন করতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে, তবে যোগ্য লোকরা দেশে নেতৃত্বে আসবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জননেতা বিএম নুরুজ্জামানের মত আদর্শবান রাজনীতিকদের আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রয়াত বিএম নুরুজ্জামানের অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur