প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচরে মিলাদ ও দোয়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগেবাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ঠ্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ জানুয়ারী বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারির সভঅপতিত্বে ও ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন,ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগ নেতা মোঃ খোকন প্রধান, পৌর কৃষক লীগের সভাপতি আঃ কাদের প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আঃ সাত্তার বাবু, সৌদি প্রবাসী শ্রমিক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌর সেচ্ছা সেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ দিদার মোল্লা, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম দেওয়ান, উপজেলা শ্রমিক লীগের নেতা মোঃ শামীম প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ৭নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি আবুল বাশার, ৪ং ওয়ার্ড আওয়মীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল খান, আওয়মীলীগ নেতা চাঁন মিয়া সরকার, নুরে আলম সিকদার, সফিকুল ইসলাম, মনির হোসেন ভূইয়া, পৌর যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারি, যুবলীগ নেতা নাজমুল খান,উজ্জল সরকার, রেজাউল করিমের ডেঙ্গু, ছেংগারচর পৌরসভার ১ নং ওয়ার্ডের উন্সিলর সবুজ মিয়া, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারিছ খান, ছেংগারচর পৌরসভার মৎস্য জীবিলীগের সভাপতি মোঃ জনি সরকার, সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মিঝি, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন খান, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক প্রধান, সাধারণ সম্পাদক মোঃ বাদল ঢালী, কাউছার আলম,পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, সৌদি প্রবাসী শ্রমিক লীগের নেতা মেহেদী হাসান দর্জি, যুবলীগ নেতা সুমন,সাহেল রানা,আরমান কাজী,মাইনুল বকাউল,শান্ত বকাউলসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় প্রয়াত দিপু চৌধুরীরসহ সকলের জন্য দোয়া করা হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ছেংগারচর পৌর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী।

উল্লেখ্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২৮ নভেম্বর অসুস্থ্য হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবং ২রা ডিসেম্বর সন্ধ্যায় ইন্তেকাল করেন।

নিজস্ব প্রতিবেদক, ১২ জানয়ারি ২০২৪

Share