প্রমাণ দিয়ে হারানো টাকা নেওয়ার আহবান সিএনজি মালিক সমিতির

মানোবতা হারিয়ে যায়নি। এখনো আছে মানবিকতা সৎ নিষ্ঠাবান মানুষ। যায় কারণে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস পত্রসহ নগদ টাকা ফিরে পাচ্ছে মালিকরা। যার দৃষ্টান্ত চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার।

তার সাথে জেলা সিএনজি মালিক সমিতির চালকদের মহানুভবতা আর মানবিক দৃষ্টান্তের কারণে সিএনজিতে ফেলে যাওয়া মালামাল ফিরে পাচ্ছে সাধারণ যাত্রীরা। আর চালকরা পাওয়া মাত্র শাহরাস্তি দোয়াভাঙ্গা গেইটে অবস্থিত সমিতি কার্যালয়ে মালামালগুলো সভাপতি মো. আবুল হোসেন মজুমদার এর কাছে জমা দেন। আর সভাপতি নিজেদের ফেইজবুক আইডি, অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়ায় বিবৃতি দিয়ে মালামাল ফিরিয়ে দিচ্ছেন। এবার মোটা অংকের টাকা পেয়ে বার বার ঘোষণা দিচ্ছেন প্রকৃত মালিক যেনো উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো ফেরত নেন।

গত কয়েক দিন যাবত মালিক সমিতির কাছে নগত টাকা রয়েছে যা প্রকৃত মালিকের সন্ধানে মালিক সমিতি বার বার আবেদন করছেন। তাই চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা দোয়া ভাঙ্গা গেইট সমিতির কার্যালয় স্বশরীরে হাজির হয়ে আপনার হারানো মালের সঠিক তথ্য দিয়ে নিয়ে আসুন।

অথবা এই নাম্বারে ০১৮৬৫৪০৪০৪৮ যোগাযোগ করার জন্য প্রকৃত টাকার মালিকসহ বিভিন্ন ব্যাগেজের সন্ধান করতে অনুরোধ করেছেন সভাপতি মো. আবুল হোসেন মজুমদার।

শাহরাস্তি প্রতিনিধি

Share