চাঁদপুরের কচুয়া উপজেলার এনায়েতপুর গ্রামের অধিবাসী,বিশিষ্ট সমাজসেবক, প্রবীন আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদারকে দাফন করা হয়েছে। তিনি মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় দিকে কচুয়া পৌরসভাস্থ পলাশপুর এলাকায় তার বড় ছেলে কবি ও সাহিত্যিক ও বিশিষ্ট ব্যবসায়ী কবি আলী আক্কাছ তালুকদারের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর।
এদিকে বুধবার সকাল ৮টায় এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি কচুয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কবি আলী আক্কাস তালুকদার ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তালুকদারের গর্বিত বাবা। প্রয়াত মোহাম্মদ আলী তালুকদার ওই ওয়ার্ডের তিন বারের আওয়ামী লীগের সভাপতি ও চার বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য ছিলেন। এলাকায় তিনি একজন সৎ, ন্যায় বিচারক ও আওয়ামী লীগের ত্যাগী কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাযায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন, এনায়েতপুর দরবার শরীফের পীর গোলাম গাউস আল কাদেরী, আইএফআইসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম তালুকদার, ইউপি চেয়াররম্যান মো. ইমাম হোসেন সোহাগ,মেঘদাইর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. একেএম গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মাসুদুর রহমান বাবুল, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম স্বপন,কচুয়া আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: আব্দুল হাই,পাঠক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম রনি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম মুন্সী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা ভুট্টুসহ শত শত মুসল্লী উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, কচুয়া উপজেলা ফটোজার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি জিসান আহমেদ নান্নুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কচুয়া প্রতিনিধি,২৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur