ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে প্রবীণদের জন্য সরকার অন-স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন,‘প্রবীণদের অন-স্পট রেজিস্ট্রেশনের সুবিধা দেয়ার বিষয়টি আমাদের বিবেচনাধীন।’
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘টিকাকেন্দ্রে অত্যাধিক ভিড় নিয়ন্ত্রণের জন্য অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা দেয়া হবে না।’
রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপি ৫ লাখেরও বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৪ লাখ মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে।
কেবলমাত্র চল্লিশোর্ধ নাগরিক এবং করোনা মোকাবিলায় যারা সম্মুখসারিতে কাজ করছেন,প্রথম ধাপে তাদের টিকা দেয়া হচ্ছে।
বার্তা কক্ষ , ১৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur