প্রবাস থেকে ফিরেই কচুয়ায় ইউপি সদস্য নির্বাচিত হলেন গাজী ইউনুছ

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের অধিবাসী গাজী মো. ইউনুছ দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এসেই ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে নিকটতম প্রার্থী হানিফ মজুমদার প্রাপ্ত ভোট (তালা)কে ৫৮৯। ৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসবমূখর পরিবেশে তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটাররা ২৬শ ৬৫ ভোটারের মধ্যে ১৬শ ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননার শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক কর্মকর্তা কেএম সোহেল রানা ফলাফল ঘোষনা করেন। এসময় ইউএনও নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক,ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মজুমদার গত ২০ মার্চ মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে উপজেলা নির্বাচন অফিস তফসলি ঘোষণা করেন সোমবার শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এদিকে নব নির্বাচিত ইউপি সদস্য গাজী মো. ইউনুছ তাকে মোরগ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায় এলাকাবাসীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,মিডিয়াকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ জুলাই ২০২৩

Share