কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। বুধবার ২৭ মার্চ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় মোঃ শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল নামে এক প্রবাসী৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মোঃ শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মোঃ রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur