চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় প্রবাসী বর ও কনের পিতাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ এপ্রিল শুক্রবার বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা গ্রামের মৃত রহমত আলীর পুত্র মোঃ আঃ রশিদ তার ১৩ বছর বয়সী কন্যার সাথে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরহিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র প্রবাসী আফসার উদ্দিনের (৩০) বিয়ের আয়োজন করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
পরে বিকেল ৫ টায় তার কার্যালয়ে এনে ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইনের ৭ ধারায় প্রবাসী বর আফসার উদ্দিনকে ১০ হাজার ও একই আইনের ৮ ধারায় কনের পিতা মোঃ আঃ রশিদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
এ সময় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ ইদ্রিস মিয়া প্রসিকিউসনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ মফিজুর রহমান পেশকার হিসেবে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
অভিযুক্ত বর ও কনের পিতা কনের ১৮ বছর উত্তীর্ণ হবার পূর্বে বিবাহের আয়োজন করবে না মর্মে আদালতকে মুচলেকা প্রদান করে।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,মো.জামাল হোসেন,১৬ এপ্রিল ২০২১