‘এসো দুর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত’ এ আলোকে চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় জাতীয় রেমিট্যান্স আয়ের প্রধান হাতিয়ার প্রবাসীদের মানবতার সেবা এগিয়ে আসা প্রবাসী কল্যান সংস্থা ২য় বার্ষিকী উপলক্ষে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও কম্বল বিতরণ করেন।
১৫ জানুয়ারি শনিবার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রবাসী কল্যান সংস্থা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহমান এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকী, বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, সহ-সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল মামুন, সংস্থা উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান হাওলাদার, সংস্থার ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাষ্টারসহ সংস্থা নেতৃবৃন্দ।
প্রবাসী কল্যান সংস্থার মাধ্যমে ১০০ এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন ও কম্বল বিতরন করেন। প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৫ জানুয়ারি ২০২২