চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া বেগমকে ৬ দিনে ও খূজে পাচ্ছে না পরিবারের লোকজন। নিরুপায় হয়ে গত ১৮ ফেব্রুয়ারি রাবেয়ার বাবা উপজেলা চরমুঘুয়া গ্রামের আবুল বাসার তার মেয়ের সন্ধানে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও নিখোজ হওয়া রাবেয়ার বাবা মোঃ আবুর বাসার জানায়, তার মেয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি বিকালে স্বামীর বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বহু খোজাখুজি না করে নিরুপায় হয়ে নিখোঁজের একদিন পর থানায় একটি জিডি দায়ের দায়ের করেছেন রাবেয়ার বাবা।
এদিকে গত বছরের ২৯ জুলাই সকালে একদল উচ্ছুংখল যুবক রাবেয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগে রাবেয়া বেগম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন ।
এ অভিযোগে মিশুর জেঠা সেকান্দার বেপারী ও তার দুই ছেলে জহির বেপারী ও খিজির বেপারীকে অভিযুক্ত করা হয়েছিল। ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, রায়েবা নিখোঁজ অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
প্রতিবেদক : শিমুল হাছান, ২২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur