চাঁদপর কচুয়ায় জুনিয়ন স্কুল সার্টিফেকেট (জেএসসি) পরীক্ষায় ৬ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। তার মধ্যে ৫ হাজার ৬শ ৫৬ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এ প্লাস পেয়েছে ১শ ২৮ জন। শতকরা পাসের হার ৯২.৮০%।
শতভাগ কৃতকার্য ধারী প্রতিষ্ঠানগুলো হলো ক্যামব্রিয়ান স্কুল, সিংআড্ডা উচ্চ বিদ্যালয় ও আনম এহসানুল হক মিলন বালিকা উচ্চ বিদ্যালয়।
এ প্লাস প্রাপ্তির দিক থেকে কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে। এ বিদ্যালয়ে এ প্লাসধারী সংখ্যা ১৯ জন। অপর দিকে ১৮ জন এ প্লাস পেয়ে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে।
জেডিসি পরীক্ষায় ১ হাজার ৯শ ৬৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে ১ হাজার ৮শ ১জন কৃতকার্য হয়েছে। তার মধ্যে এ প্লাস পেয়েছে ১৩ জন। শতকরা পাশের হার ৯১.৭০ ভাগ।
শতভাগকারী কৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো মনপুরা ফাজিল মাদ্রাসা, কাদলা ফাজিল মাদ্রাসা, আল ফাতেহা দাখিল মাদ্রাসা, সাচার দাখিল মাদ্রাসা, ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা ও কাদলা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭২৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে ৭২৩৩ জন কৃতকার্য হয়। তার মধ্যে এ প্লাস পেয়েছে ১৯৮৫ জন।
এবারো ৬৫ জন এ প্লাস পেয়ে সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলের শীর্ষে রয়েছে।
অপর দিকে কচুয়া উপজেলা ইবতেদায়ী পরীক্ষায় ১২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১৯৭ জন কৃতকার্য হয়। তন্মধ্যে এ প্লাস পেয়েছে ৬৭ জন।
প্রতিবেদক:জিসান আহমদ নান্নু
২৪ ডিসেম্বর, ২০১৮