Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ
প্রবাসীর

কচুয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরসহ হুমকি-ধমকি ও নির্যাতনের ঘটনায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে পুনরায় প্রবাসীর বাড়ি-ঘরে হামলা ও গৃহের মালামাল ভাংচুরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী জান্নাত আক্তারকে প্রবাসীর ছোট ভাই মো. রবিউল ইসলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৮ সেপ্টেম্বর মারধর ও গাল-মন্দ করে। এ নিয়ে প্রবাসীর স্ত্রী জান্নাত আক্তার ন্যায় বিচার চেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেবর রবিউল ইসলাম ও শাশুড়ি মিনুয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে মঙ্গলবার মহিলা বিষয়ক কার্যালয় থেকে নোটিশ আসে। এ সংবাদ পেয়ে রবিউল ইসলাম প্রবাসী দেলোয়ার হোসেনের বিল্ডিংয়ের সামনের গ্লাস, দুটি সিসি ক্যামেরা, দরজা-জানালা ও হাস-মুরগির ব্যাপক ক্ষতি সাধন করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী জান্নাত আক্তার জানান, প্রায় ১০ বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের গৃহে তানজিয়া ও তাসপিয়া নামের দু’টি জমজ সন্তান হয়। সন্তানদের নিয়ে আমি বাড়িতে রয়েছি। কিন্তু আমার দেবর রবিউল ইসলাম কারনে অকারনে বিভিন্ন সময়ে আমার উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। এর ৪ বছর আগে আমাকে মারধর করায় রবিউল ও তার মা মিনুয়ারা বেগম চাঁদপুরে গিয়ে স্টামে স্বাক্ষর দেয়। কিন্তু তারা পুনরায় আবারো আমার বাড়ি-ঘরে হামলা ও ক্ষতিসাধনে লিপ্ত রয়েছে। বর্তমানে আমি তাদের ভয়ে দু’টি মেয়ে নিয়ে খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলামের বক্তব্য জানতে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পর রবিউল ইসলাম এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে জান্নাত আক্তারের শাশুরী মিনুয়ারা বেগম বলেন, রাগের মাথায় আমার ছেলে রবিউল জানালার গ্লাস ভাংচুর করেছে। এগুলো আমরা ঠিক করে দিবো। এদিকে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামে প্রবাসী বাড়ি-ঘরে হামলার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কচুয়া থানা পুলিশ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ নভেম্বর ২০২৪