চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হকের বিরুদ্ধে দেশে ফিরে এসে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে একই গ্রামের বিভিন্ন জনের কাছে রমরমা বালু বিক্রির অভিযোগ উঠছে।
গত কয়েক মাস ধরে মনপুরা উত্তর বিলে ড্রেজার বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় ভাবে অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার মনপুরা অরি বাড়ির অধিবাসী আব্দুল হক একই এলাকার ড্রেজার মালিক ইউসুফ মিয়ার ড্রেজারের মাধ্যমে স্থানীয় কিছু লোকজন ম্যানেজ করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে সৈয়দ আলী ও সিরাজ মিয়াসহ বেশকিছু লোকজনের কাছে রমরমা বালু বিক্রি করে আসছে। এতে করে আশে পাশের জমি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন প্রবাসী আব্দুল হকের অবৈধ বালুর ব্যবসা দ্রুত বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
কাদলা ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা মো.আলমগীর হোসেন বলেন, মনপুরা গ্রামে আব্দুল হক নামের কোনো ব্যক্তি বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। তবে দ্রুত সরেজমিনে গিয়ে অবৈধ বালু উত্তোলন কার্যকর বন্ধ করা হবে।
এদিকে অভিযুক্ত আব্দুল হক জানান, আমি সৌদি থেকে দুই বছর আগে দেশে ফিরেছি। তবে মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসনের অনুমতি নেইনি। নিজে মাছের প্রজেক্ট করেছি তাই বালু বিক্রি করছি।
কচুয়া প্রতিনিধি,২৯ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur