চাঁদপুর মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ গ্রামের মো. আলী আকবর মুন্সির বসতঘরে মঙ্গলবার (৩১ জানুয়ারি) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
এতে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ১৬ হাজার ৫ শ’ টাকা, বিদেশী কম্বল ৩টি ও বিদেশী কয়েকটি শাড়ীসহ আসবাবপত্র নিয়ে গেছে চোরের দল।
জানা যায়, ঘর মালিক আলী আকবর ৩২ বছর যাবৎ প্রবাসে ছিলেন।
আলী আকবর বলেন, আমার দু’টি বসতঘর রয়েছে। একটির মধ্যে কেউ থাকতো না। আমি প্রবাস জীবন শেষ করে আসার পর থেকে স্ত্রীসহ ওই ঘরে রাত্রি যাপন করি। আমার স্ত্রী ঢাকায় বেড়াতে যাওয়ার কারণে মঙ্গলবার আমি পাশের ঘরে শুয়েছিলাম। বুধবার সকাল ভোরে ঘুম থেকে উঠে দেখি ওই ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখি ঘরের আলমিরা, সুকেজ ও অন্যান্য আসবাবপত্র এলোমেলো। এতে বুঝতে পারি যে, আমার ঘরে চুরি হয়েছে। এরপর থানায় খবর দেই ও এলাকাবাসীকে ডেকে দেখাই।
ঘটনার খবর পেয়ে এএসআই মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ঘরের দু’টি দরজাই তালাবন্ধ ছিল। কিভাবে চোর ঘরে প্রবেশ করলো, তার কোন আলামত নেই। তবে পর্যবেক্ষণ চলছে। কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক-কামাল হোসেন খাঁন
।। আপডটে, বাংলাদশে সময় ০২ : ১৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ