চাঁদপুরের কচুয়া উপজেলার ১ শ ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই । ভারপ্রাপ্তদের দিয়ে খ্ুঁড়িয়ে খুঁড়িয়ে চলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তবে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন সহসাই বিদ্যালয়গুলোতে শূন্যপদে প্রধান শিক্ষক দেয়া হবে।
উপজেলার প্রধান শিক্ষক বিহীন শূন্যপদে বিদ্যালয় গুলো হচ্ছে হাতিরবন্ধ , এপি এশা, বারৈারা, আটোমোর, মধুপুর, বড়দৈল, উত্তর বড়দৈল, গুতপুর ফজিলাতুন্নেছা , বেরকোটা, বাইছারা , তেগুরিয়া , মাঝিগাছা , হরিপুর, সৈয়দপুর , বুধুন্ডা , দূর্গাপুর, চাংপুর , নিন্দপুর, যুগিচাপর , পশ্চিম মাঝিগাছা , পূর্ব বিতারা , এনায়েতপুর, আশারকোটা , মেঘদাইর, বক্সগঞ্জ, খিলমেহের , তুলপাই, প্রসন্নকাপ , কাদিরখিল, পশ্চিম তুলপাই , কান্দিরপার , পূর্ব প্রসন্নকাপ , মালচোয়া, পশ্চিম আলিয়ারা , সেঙ্গুয়া ভূইয়াবাড়ী , সিংআড্ডা , বরুচর , দারচর, খিড্ডা, জলাতেতৈয়া , কোমরকাশা , বদরপুর , মধুপুর , আয়মা , মনপুরা, কাদলা, বড়ইগাঁও , সাহেদাপুর, কহলথুড়ি , বাসাবাড়িয়া, দরিয়াহায়াতপুর , নলুয়া শিশু সদন , আকিয়ারা , নলুয়া , নলুয়া দৌলতপুর, নাছিরপুর দেওয়ানবাড়ী , পশ্চিম আকানিয়া , খিলা পাড়া, বড়তুলাগাঁও, নাউলা, শাহারপাড়, কেশরকোট, কৈটোবা , রাজাপুর , উত্তর আশ্রাফপুর, ধনাইয়া, সানন্দকড়া, চক্রা , ভবানীপুর , দক্ষিণ আশ্রাফপুর , জুনাসার, ও ধামালুয়া সপ্রাবি।
এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. ইকবাল মনসুর জানান, বিদ্যালয়গুলোতে সহসাই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পদায়ন দেয়া হবে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur