কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহম্মেদ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা ইবনে সিনা হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্ন….রাজিউন)।
একইদিন বাদ আসর সাচার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাচার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলী আহম্মেদ মাস্টার একটানা ৩৬ বছর সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর বহু ছাত্র-ছাত্রী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
: : আপডেট, বাংলাদেশ ০৯ : ১৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur