চাঁদপুরে ব্যবসায়ী নারায়ন হত্যা মামলা, প্রধান আসামি পলাতক

চাঁদপুর শহরের মিষ্টান্ন ও দধি ব্যবসায়ী নিহত নারায়ণ ঘোষকে হত্যা করে গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের বিপনীবাগ বাজারের পৌর মাকের্টের পাশে পাবলিক টয়লেটের পরিত্যক্ত স্থানে বস্তা ভর্তি করে লাশ রেখে যায় সেলুন কর্মচারী।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে রাজীব ঘোষ (রাজু) বাদী হয়ে টিপটপ সেলুন কর্মচারী রাজু কে প্রধান আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৩০, তাং – ১৬/৯/২০২১। এ মামলায় অজ্ঞাতনামা কয়েকজনের নাম রয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড অপারেশন মোঃ এনামুল হক কে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এনামুল হকের সাথে কথা হলে, তিনি বলেন, ঘটনার পর থেকেই বাজারের নাইট গার্ডের বক্তব্য অনুযায়ী এবং টিপটপ সেলুন কর্মচারী রাজু কে আটকের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তা মহোদয়দের পরামর্শে মামলার ১ নং আসামিকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে, আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হবো।

আরও পড়ুন… চাঁদপুর শহরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

এদিকে ঘটনার দিন আসামী রাজু সর্বশেষ সেলুন থেকে বের হয়ে গুয়াখোলাস্হ তাঁর ভাড়া বাসায় এসে শার্ট প্যান্ট পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনার পর রাজু’র ভাড়া বাসায় অভিযান চালিয়ে রক্তমাখা শার্ট প্যান্টসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। যদিও পুলিশ বলছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

একটি সূত্র জানায়, ঘটনার পর পরই পুলিশ সেলুন মালিক কৃষ্ণ, রাজু’র স্ত্রী ও তাঁর শ্যালক কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর রাত ৯ টায় উল্লেখিত ৩ জন কে সংশ্লিষ্টদের জিন্মায় ছেড়ে দেওয়া হয়। তবে প্রধান শর্ত ছিলো থানা পুলিশের ডাকে যে কোনো মুহূর্তে আসতে হবে।

এবিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, ঘটনা উদঘাটনে বা রহস্য উন্মোচনে আমরা অনেকের সাথে কথা বলতে পারি। অথবা কাউকে গ্রেফতার দেখিয়ে প্রয়োজনে পুলিশের জিন্মায় রাখতে পারি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজু’র স্ত্রী কে মামলার তদন্তকারী কর্মকর্তা পুনরায় থানায় ডেকে এনে কথা বলছেন বলে জানা গেছে। যদিও পুলিশ বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘােষ (৬০) নামের এক মিস্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৭টার দিকে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

বিপনীবাগ বাজারের নাইট গার্ড মো. ইসমাইল বকাউল চাঁদপুর টাইমসকে জানান, ‘রাত ২টার দিকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারি রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে পুনরায় দেকানে প্রবেশ করে।আসে। আমি দূর থেকে জিজ্ঞেস করলে সে জানায়, সামনে পূজা তাই দোকান পরিস্কার করছে। কিছুক্ষণ পর সে বস্তাটি টানেহিঁচড়া পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এবারও তাকে জিজ্ঞেস করলে সে জানায়, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছর ফেলে দিচ্ছে। এরপর ভোর চারটায় রাজু শীল ভোর ৪টায় সেলুন বন্ধ বেরিয়ে যায়।’

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share