২১ জুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২১ জুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানান,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকায় যাবেন।

তিনি সিলেট,সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এসময় সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আ’লীগ নেতারা উপস্থিত থাকবেন। ’

এর আগে রোববার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার ড.মো.মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ফোনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

১৯ জুন ২০২২
এজি

Share