প্রধানমন্ত্রী সব সময় দে‌শের অসহায়দের কথা ভা‌বেন: সু‌জিত রায় নন্দী

বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজ কল্যাল সম্পাদক সু‌জিত রায় নন্দী ব‌লে‌ছেন,প্রধানমন্ত্রীর শেখ হাসিার রাজ‌নৈ‌তিক দূরদ‌র্শিতার কার‌নে ক‌রোনার টিকা দেওয়ায় অ‌নেক উন্নত দে‌শের চাইতে বাংলা‌দেশ এ‌গি‌য়ে র‌য়ে‌ছে। যারা দেশকে শ্রীলংঙ্কা বানা‌নোর চেষ্টা কর‌ছে তা‌দের সেই স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হ‌বে না।

সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে ক‌মিউ‌নি‌টি পু‌লিশিং সদস‌্যদের মা‌ঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন।

তি‌নি আরও ব‌লেন, নেত্রী হ‌চ্ছেন সততার প্রতীক। তার হ‌তেই বাংলা‌দেশ নিরাপদ। শেখ হাাসনা সরকারই দে‌শে প্রথম ভি‌জিএফ কার্ড, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা চালু ক‌রেন। প্রধানমন্ত্রী সব সময় দে‌শের অসহায় হত দ‌রিদ্রদের কথা ভা‌বেন। তাই‌তো তি‌নি যা‌দের থাকার ঘর নেই তা‌দের জায়গা ও ঘর দি‌য়ে‌ছেন। আ‌মি যত‌দিন বে‌চে থাক‌বো তত‌দিন আপনা‌দের পা‌শে থাক‌বো
মান‌বিক ধর্ম য‌দি প্রতি‌ষ্ঠিত কর‌তে পার‌লেই মান‌বের ও সমা‌জের উন্নয়ন সম্ভব।আমরা আত্বীয় ও দলীয়করন‌কে পশ্রয় দিব না। সত‌্য সৃন্দ‌র সমাজ প্রতিষ্ঠায় সক‌লে এ‌গি‌য়ে আস‌বো।

সা‌বেক ছাত্রনেতা অ‌্যাড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারীর প‌রিচানায় বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সম্পাদক অ‌্যাড‌ভোকেট জ‌হিরুল ইসলাম।

এসময় জেলা আওয়ামী লী‌গের শ্রম বিষয়ক সম্পাদক নূর ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট আহসান হা‌বিব, জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং এর সাধারণ সম্পাদক সু‌ফি খায়রুল আলম খোকন, পৌর ক‌মিটির সাধারণ সম্পাদক জামাল, গোরএ গ‌রিবার কর্মকর্তা মাওলানা হেদায়েত উল্ল‌্যা, জেলা মৎস‌্যজিবী লী‌গের সাধারণ সম্পাদক মা‌নিক দেওয়ানসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা‌সেবকলী‌গের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৮ এপ্রিল ২০২২

Share