শীতের তীব্রতায় সারা দেশে মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ২৪ লাখ ৬৯ হাজার ১শ টি কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ৩১ লাখ ৯০ হাজার ৯শ পিস কম্বল।
ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ৭ লাখ ২১ হাজার ৮০০ কম্বল। এ ছাড়া রংপুর,কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ১৬ জেলায় ১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে সচিবালয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসব তথ্য জানান।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল ও আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকে ২৪ লাখেরও বেশি কম্বল বিতরণ।
বার্তা কক্ষ , ২ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur