প্রধানমন্ত্রীর সাখে চাঁদপুর জেলা প্রশাসনের কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হাইমচরের উপজেলা নির্বাহী অফিসারের সাথে বেলা সাড়ে ১১ টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়্।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,হাইমচরের উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনের সাথে সরাসরি কথা বলেন।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোহাইলা চৌধূরী সঞ্চালনায় ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ৫ উপজেলায় মুক্তিযোদ্ধাদের‘জি টু পি ’সম্মানী ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। চট্টগ্রাম বিভাগের মধ্যে হাইমচরের সাথে প্রধানমন্ত্রী কথা বলেন।
প্রসঙ্গত,বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ভাতার স্তর সমন্বয়ের কথা বলেছেন তিনি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইলেক্ট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা প্রান্তে যুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি গাজীপুরের কালিয়াকৈর,কুড়িগ্রামের ফুলবাড়ী,খুলনার পাইকগাছা, চাঁদপুরের হাইমচর,মৌলভীবাজারের বড়লেখায় ভার্চুয়ালি যুক্ত হন।এর আগে,প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন,‘সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন ১২ হাজার টাকা পান,এরপর আবার কেউ ১৫ হাজার,কেউ ২০ হাজার,সেটা না করে সবাই ২০ হাজার টাকা পাবেন। আর ওপরে যারা অর্থাৎ পদবীধারীদেরটা একটু আলাদা থাকবে। সবাইকে একসঙ্গে ভাতা দেওয়াটা ভালো। কারণ,সবাই তো মুক্তিযুদ্ধ করেছেন।’
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা অনলাইনে প্রেরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
আবদুল গনি ,১৫ ফেব্রুয়ারি ২০২১