জাতীয়

প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে বরিশালে ব্যাপক আয়োজন

৮ ফেব্রুয়ারি বাকেরগঞ্জের লেবুখালীতে ‘শেখ হাসিনা সেনানিবাসের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশে ভাষণ দেবেন তিনি। দীর্ঘ ৬ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে চলছে ব্যাপক আয়োজন। দক্ষিনাঞ্চলবাসীর পক্ষ থেকে নানা দাবী তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।

জানা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের মহাসমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বরিশালের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। চলছে একের পর এক প্রস্তুতি সভা। বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এ সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণাঞ্চলবাসীর পক্ষে বেশ কিছু দাবি তুলে ধরা হবে। এগুলোর মধ্যে আছে— বরিশালে স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলা থেকে বরিশালে গ্যাস সংযোগ, বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নতকরণ, বরিশালে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা করন, আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামকে উন্নীতকরণ, বানারীপাড়া সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিন বাবুগঞ্জের ভেটরিনরি অনুষদকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ইত্যাদি। এছাড়াও পদ্মা সেতু হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক এবং নগরীর আমতলা থেকে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চারলেনে উন্নীত করন, চন্দ সংলগ্ন শায়েস্তাবাদ রামকাঠী সংযোগস্থলে ব্রীজ নির্মান, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে জাতীয়করনসহ আরো কিছু দাবি উপস্থাপন করা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানান।

গতকাল সোমবার দিনভর জনসভা সফল করার লক্ষ্যে বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চ নির্মানকাজ ও সার্বিক ব্যাবস্থাপনা তদারকি করেন আবুল হাসানাত। এসময় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেবুন্নেছা আফরোজ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সম্পাদক অ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ: প্রধানমন্ত্রীর সফর সফল করতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কেন্দ ীয় নেতৃবৃন্দ বরিশালে আসবেন। আওয়ামী লীগ নেতারা জানান, মঙ্গল ও বুধবারের মধ্যে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম সহ অপর কেন্দ ীয় নেতারা আসছেন।

(ইত্তেফাক)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৩০ এ.এম, ০৬ ফেব্রুয়ারি২০১৮,মঙ্গলবার ।
এএস.

Share