প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রায় ২০ মিনিট স্থাযী এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেত্রী।
এসময় দেশের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। আজ সোমবার সংসদ ভবনে অধিবেশন কক্ষ সংলগ্ন প্রধানমন্ত্রীর লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধী দলের নেতার সঙ্গে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বিরোধী দলের চিফ হুই্প তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক বিষয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।
ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। তাঁর সঙ্গে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি উন্নয়নমূলক সব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur