বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সরকার প্রধানের টেলিফোনে কথা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে। প্রেস সচিব জানান, ২০ মিনিটের টেলিফোন আলাপে দুই দেশের বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে একমত পোষন করেন দুই প্রধানমন্ত্রী।
এর আগে গত ২২শে জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
ঢাকা ব্যুরো চীফ, ১ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur