প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের ওপর তিনি এ সংবাদ সম্মেলন করবেন।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট দেশটিতে যান সরকারপ্রধান। সফর শেষে গত রোববার সকালে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং,ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ডক্টর সাইমা সুল্লুহু এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কুশল বিনিময় করেন শেখ হাসিনার সঙ্গে। পাশাপাশি আরও কিছু কর্মসূচিতে যোগ দেন সরকারপ্রধান।

২৮ আগস্ট ২০২৩
এজি

Share