বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় ব্যাপক সাফল্য এসেছে। তিনি খেলাধুলার প্রতি যথেষ্ট আন্তরিক। খেলাধুলার কারণে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে যথেষ্ট পরিচিতি লাভ করেছে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সবল রাখে। সমাজের খারাপ কজ থেকে বিরত রাখে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপ মতলবে আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এসব কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মদ আল কামাল ও সাধারণ সম্পাদক এসএম মামুনুর রশিদের পরিচালনায় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেকে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে পরিচিতি লাভ করা সম্ভব।
খেলায় অংশগ্রহনকারী কোমলমতি শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি পড়াশুনা চালিয়ে যেতে হবে। তোমাদেরকে এগেিয় যেতে হবে। তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তোমাদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। কাজেই বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগে তোমাদেরকে মেধাভিত্তিক শিক্ষা গ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে হবে।’
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন মোল্লা, কেন্ত্রীয় আ’রীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাড.নুরুল আমিন রুহুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হাওলাদার প্রমুখ।
টুর্নামেন্টে ৬১নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যারয় ৩-১ গোলে উপজেলার ৯নং দক্সিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ৫৩নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ১৬ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ