চাঁদপুর

‘প্রধানমন্ত্রীর নির্দেশ এ দেশে কেউ যেনো গৃহহীন না থাকে’

সাবেক পররাষ্টমন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ নিজ নিজ এলাকায় যাদের ঘর নেই বাড়ি নেই অসহায় তাদের তালিকা তৈরি করে তাদের জন্য বাসস্থানের ব্যাবস্থা করতে হবে। এখন থেকে এ কাজে নেমে যেতে হবে। আগামি দিনে এদেশে আর যেন কেউ গৃহহীন না থাকে।

পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা সংসদ ভবনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

এসময় ডা. দীপু মনি এমপি উপস্থিত নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বৃহত্তর আওয়ামী পরিবারের প্রতিটি নেতা কর্মীকে নিজ নিজ এলাকায় বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্থবায়নের লক্ষে কাজ করে যেতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নিরলস ভাবে কাজ করে আগামীদিনে বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হবে।

উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা ডা.জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মো.ইউসুফ গাজী,যুগ্ম-সাধারন সস্পাদক আ্যড.জহিরুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক সামছুল হক মন্টু পাটওয়ারী,আলহাজ¦ তাফাজ্জল হোসেন পাটওয়ারী, আ্যড.মজিবুর রহমান ভুঁইয়া,শিল্প ও বাণিজ্য বিষয়ক সস্পাদক ইঞ্জিনিয়ার আ. রব ভুঁইয়া, শ্রম বিষয়ক সস্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, সহ প্রচার সস্পাদক হাসান ইমাম বাদশা,উপ-দপ্তর সস্পাদক মাছুদ আলম মিল্টন, জেলা আওয়মীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, এস এম সালাউদ্দিন, আ্যড.রনজিত রায় চৌধুরী, মধুসূধন পোদ্দার, আ্যড. জিল্লুর রহমান জুয়েল, আ্যড. জাহিদুল ইসলাম রোমান, জাফর ইকবাল মুন্না, আ্যড. সাইফুদ্দিন বাবুসহ জেলা ও সদর থানার অঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share