বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উড়োজাহাজগুলোতে একই ধরনের গান চালানোয় নাখোশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী রাশেদ খান মেননকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন বলে বৈঠকের একটি সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার একজন সদস্য বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে একটি গানের সিডি উপহার দেন।
এসময় প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন কে উদ্দেশ্য করে বলেন, বিমানের সব প্লেনে সব সময় একই ধরনের নির্বাচিত কিছু গান যুগের পর যুগ বাজানো হচ্ছে। এটি কেন পরিবর্তন করা হয় না। নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের কি আর কোনো গান নেই। অথবা এর বাইরে কি অন্য কারো গান বাজানো যায় না।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, সব কেন আমাকে বলতে হবে, দেখতে হবে। আপনারা কেন এসব দেখেন না। দ্রুত সময়োপযোগী করে নেন।
এ ব্যাপারে একজন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখন কি ধরে বসেন বলা মুশকিল। তাই মন্ত্রিসভার বৈঠকে কম কথা বলাই ভালো।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৩৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur