Home / চাঁদপুর / চাঁদপুরে শীর্ষস্থানীয় সাংবাদিকদের মিলনমেলা
চাঁদপুরে শীর্ষস্থানীয় সাংবাদিকদের মিলনমেলা

চাঁদপুরে শীর্ষস্থানীয় সাংবাদিকদের মিলনমেলা

প্রেস বিজ্ঞপ্তি:

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ‘সাংবাদিকতা ও সমসাময়িক পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় প্রেসক্লাবের নিচতলায় সভাটি শুরু হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিএফইউজে, ডিইউজে নেতৃবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১৯ জন সাংবাদিক চাঁদপুরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও এটিএন বাংলার বার্তা প্রধান মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র মহাসচিব আঃ জলিল ভূঁইয়া, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজে’র সাবেক সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী, কার্যকরী সদস্য ও বাসস’র সাবেক এমডি আজিজুর ইসলাম ভূঁইয়া, কার্যকরী সদস্য মোল্লা জালাল, সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা, মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল ইসলাম, রয়টার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান। পরে সাংবাদিক নেতৃবৃন্দ ইলিশ উৎসবে যোগদানের কথা রয়েছে। সেখানে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে চতুরঙ্গ সম্মাননা পদক প্রদান করা হবে।

সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, চাঁদপুর জেলা শহর ও বিভিন্ন উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা আজকের মতবিনিময় সভায় আমন্ত্রিত। সভাটি সফল করতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

চাঁদপু টাইমস- ডিএইচ/২০১৫।