প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবনে চলচ্চিত্রকর্মী,সমাজকর্মীসহ চারজনকে তাঁদের চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন। অনুপ্রাপ্তরা হলেন, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও লেখক কাজী হায়াৎ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, কবি, সমাজকর্মী সরদার আবুল কালাম আজাদ ও সিলেটের মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী মো. নুরুল আমিন।
কাজী হায়াৎ এর হৃদরোগ ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বেগম খালেদা আক্তার কল্পনার চোখ ও ডায়াবেটিস এর চিকিৎসার জন্য আর্থিক অনুদান পেয়েছেন। সরদার আবুল কালাম আজাদেরও চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আর সিলেটের মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী মো. নুরুল আমিন এর হাত ছাত্রশিবির এর সন্ত্রাসীরা কেটে ফেলায় তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
(বাংলা ইনসাইডার)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৫০ এ.এম, ১০ ফেব্রুয়ারি২০১৮,শনিবার ।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur