চাঁদপুর

প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১লা এপ্রিল চাঁদপুরে আগমন এবং তার জনসভা সফল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভায় অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এবং চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী সেখানে সমবেত হয়। এতে করে অনুষ্ঠানস্থল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিল ধারণের জায়গা ছিলো না। ফলে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতকার্মীরা রাস্তায় দাঁড়িয়ে নেতৃবৃন্দের নির্দেশনামূলক বক্তব্য শুনে এবং এই প্রস্তুতি সভার কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডা. দীপু মনি এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। জননেত্রী শেখ হাসিনার হাততে শক্তিশালি করতে ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১লা ত্রপ্রিল চাঁদপুর স্টেডিয়াম মাঠে জনসভায় ভাষন দিবেন। উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের নেতৃত্বে সকল ইউনিটের নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে জনসভায় অংশ নিবে। সেদিন তারা দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রামান করবে যে চাঁদপুর জেলা ছাত্রলীগ অত্যান্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ সংগঠন।

সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু, তাজুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামিম, উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ-আন্তর্জাতিক ইশাত কাফিয়া ইরা, সহ-সম্পাদক আলমগীর হোসেন, আনোয়ার হোসেন জীবন, উপ-সম্পাদক আরিফুজ্জামান আন ইমরান,ু উপ-অথ বিষয়ক সম্পদক ত্রিলত তমার সিকদার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জাহিদ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূরে আলম আশিক, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান মোহন, শহীদ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খান শুভ, সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া জীবন, হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার,বাংলাদেশ প্রকৌশীল বিশ্ব বিদ্যালয় শাখার সভাপতি শুভ্র যৌথী টিকদার, ল²িপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুর নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, বান্দরবান জেলা সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশিল, কুমিল্লা দক্ষিণ সভাপতি আবু তৈয়ব অপি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, চট্টগ্রাম উত্তর সাধারণ সম্পাদক আবু তৈয়ব।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন, চাঁদপুর সরদ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিণ পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, হাজিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবায়দুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, শাহরাস্তি উপজেলা সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, কচুয়া উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সুবুজ, মতলব দক্ষিণ উপজেলা আহŸায়ক আল আমিন ফরাজি, যুগ্ম আহŸায়ক হুসাইন মোহাম্মদ কবির, মতলব উত্তর উপজেলা আহŸায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহŸায়ক তামজিদ সরকার রিয়াজ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন।

এসময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোগাগসহ জেলা, উপজেলা, ইউনিয়ন শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share